ইবির ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসে তদন্ত প্রতিবেদন জমা

ক্রাইমবার্তা রিপোট:ইবি সংবাদদাতা-ইসলামী বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। শনিবার দুপুর ১টার দিকে ভিসির কাছে এ প্রতিবেদন জমা দেয়।
ghm
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘এফ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে।  ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করে। গণিত বিভাগের প্রফেসর ড. এস.এম মোস্তফা কামালকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে কমিটি ভিসির নিকট প্রতিবেদন প্রদান করে। তবে তদন্ত রিপোর্ট আগামী  ৬ তারিখের পূর্বে প্রকাশ করা হবে না বলে তদন্ত কমিটি জানিয়েছেন।

Check Also

সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি: সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মঙ্গলবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।