মোটরসাইকেলের গতিরোধ করে উদ্ধার কোটি টাকার সোনা

ক্রাইমবার্তা রিপোট: বেনাপোলযশোরের বেনাপোল থেকে গতকাল প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনার বারসহ টিটু বিশ্বাস নামের এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

যশোরের শার্শা উপজেলার বেনাপোল থেকে প্রায় আড়াই কেজি ওজনের ২০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।

গতকাল শুক্রবার রাতে বেনাপোলের দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ওই সোনাগুলো উদ্ধার করা হয়।

আটক ব্যক্তির নাম টিটু বিশ্বাস (৩২)। তিনি বেনাপোল বন্দর থানার গাতিপাড়া গ্রামের আলাউদ্দিন বিশ্বাসের ছেলে।

২১ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুর রহমান জানান, দৌলতপুর সীমান্ত দিয়ে বিপুল সোনা ভারতে পাচার হয়ে যাচ্ছে বলে খবর পায় বিজিবি। সেই খবরের ভিত্তিতে বিজিবি সদস্যরা বেনাপোল বাজার থেকে আসা একটি মোটরসাইকেলের গতিরোধ করে। মোটরসাইকেল আরোহীর দেহ তল্লাশি করে ২০টি সোনার বার পাওয়া যায়।

আরিফুর রহমান আরো জানান, উদ্ধার করা সোনার মূল্য এক কোটি ১০ লাখ টাকা। এ ঘটনায় বেনাপোল বন্দর থানায় একটি মামলা করা হয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।