হরিণের আক্রমণে দুইহাত ভেঙ্গে সাফারি পার্কের এনিমেল কিপার পঙ্গু হাসপাতালে

ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে শাম্বার হরিণের আক্রমনে এনিমেল কিপার মো. রোকনুজ্জামানের দু’হাত ভেঙ্গে গেছে। বর্তমানে আহতাবস্থায় তিনি ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 21

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাবুদ্দিন জানান, গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে কয়েকদিন আগে খাবার দেয়ার উদ্দেশ্যে হরিণের পার্কের গেইট খুলতে যান এনিমেল কিপার রোকনুজ্জামান। এসময় কোন কিছু বুঝে ওঠার আগে একটি পুরুষ শাম্বার হরিণ ক্ষিপ্রগতিতে রোকনুজ্জামানের উপর আক্রমন চালায়। এতে হরিণের শিংয়ের আঘাতে তার এক হাতের রেডিও-আলনা নামের হাড় এবং অপর হাতের কব্জি ভেঙ্গে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক (পঙ্গু) হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দফা তার হাতের অপারেশন করা হলেও তিনি এখনও সুস্থ্য হননি। শনিবার বিকেল পর্যন্ত তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীণ রয়েছেন। শাম্বার হরিণগুলো এমনিই একটু হিং¯্র প্রকৃতির হয়।22 আর প্রজনন মৌসুমে এগুলো আরো বেশি আক্রমনাত্মক হয়ে উঠে। সম্প্রতি মটরসাইকেল রেখে এক সাংবাদিক ছবি তুলতে গেলে তাকেও ধাওয়া করে। পরে তাকে না পেয়ে মটরসাইকেলে হামলা চালায়। সাফারি পার্কে চারটি শাম্বার হরিণ রয়েছে। এদের মধ্যে দুইটি পুরুষ ও দুইটি মাদি জাতের।
###

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।