ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : জর্ডানে আজ শনিবার ভোরে মৃত্যুদন্ডাদেশ পাওয়া ১৫ জন আসামির ফাঁসি হয়েছে। রাজধানী আম্মানের দক্ষিণে সুয়াগা কারাগারে তাঁদের ফাঁসি কার্যকর করা হয়। তাঁরা সবাই জর্ডানি। খবর এএফপির।
দেশটির তথ্যমন্ত্রী মাহমুদ আল মোমেনি জানান, জর্ডানে এ ধরনের মৃত্যুদন্ড কার্যকর করা নিয়ে যে বিরতি চলছিল, এই ফাঁসি কার্যকর করার মাধ্যমে পুনরায় এর ছেদ ঘটানো হলো।
মোমেনি পেত্রা সংবাদ সংস্থাকে বলেন, দন্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে ১০ জনকে সন্ত্রাসমূলক অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়েছে। পাঁচজনকে ধর্ষণ ও অন্যান্য অপরাধের দায়ে ফাঁসি দেওয়া হয়।