প্রথম দিনেই ভারতকে লজ্জায় ফেলল অস্ট্রেলিয়া

ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:পুনের পর বেঙ্গালুরুতেই লজ্জার ইনিংস ভারতের৷মাত্র ১৮৯ রানে শেষ বিরাটবাহিনী৷নাথান লায়নের কাছে আত্মসমর্পণ ভারতীয় ব্যাটসম্যানদের৷২৩ ওভার হাত ঘুরিয়ে মাত্র ৫০ রান খরচ করে ৮টি উইকেট তুলে নিলেন অজি অফ-স্পিনার৷একা লড়াই করে ৯০ রানের ইনিংস খেললেন ভারতের লোকেশ রাহুল৷
দিনের বাকি সময় অস্ট্রেলিয়া বিনা উইকেটে করেছে ৪০ রান।
ডেভিড ওয়ার্নার ২৩ এবং ম্যাট রেনশ ১৫ রানে ক্রিজে রয়েছে।নাথান লায়ন

পুনেতে লজ্জাজনক হারের পর বেঙ্গালুরুতে প্রত্যাবর্তনের লক্ষ্য নামে বিরাটবাহিনী৷ চিন্নাস্বামীর পিচে প্রথমে ব্যাটিং করে দু’শোর কম রানে গুটিয়ে যায় ভারত এখন পুনের পুনরাবৃত্তি আটকাতে মরিয়া৷টানা ছ’টি সিরিজ জেতা টিম বিরাট এদিন ফের জঘন্য ব্যাটিংয়ের নিদর্শন রাখল৷একের পর এক উইকেট ছুঁড়ে দিয়ে এলেন ভারতীয় ব্যাটসম্যানরা৷ব্যক্তিক্রমী রাহুল৷প্রায় পাঁচ ঘণ্টা ব্যাটিং করে দলকে একাই টানলেন কর্নাটকের এই ডানহাতি৷যদিও অল্পের জন্য সেঞ্চুরি মিস করলেন রাহুল৷নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে তিনি৷ বাকিটা দায়িত্ব নিয়ে খেলার পরিবর্তে উইকেট ছুঁড়ে দিয়ে এলেন৷

বিরাট কোহলি তো লায়নের ডেলিভারিটা বুঝতেই পারল না৷বলটা লেগ-স্টাম্পের বাইরে যাবে ভেবে ছেড়ে দিতে গিয়ে প্যাডে খেলেন৷আম্পায়ার আঙুল তুলতে দ্বিধা করেননি৷রিভিউ নিয়েও সফল হয়নি ভারত অধিনায়ক৷টানা চার সিরিজে ডাবল সেঞ্চুরি করে স্বপ্নের ফর্মে থাকা বিরাট এদিন শুরুতে আক্রমণাত্মক খেললেন৷ কিন্তু বড় রান পেলেন না৷পুনেতে ০ ও ১৩ রানের পর এদিন মাত্র ১২ রানে প্যাভিলিয়নে ফিরলেন৷ভারতীয় ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর করুন নায়ারের ২৬৷ তিনিও স্টেপ-আউট করতে গিয়ে অজিঙ্ক রাহানের মতো উইকেট ছুঁড়ে দিয়ে এলেন৷

পুনেতে স্টিভ ও’কিফের স্পিনের কাত হয়ে গিয়েছিল ভারতের বিরাট ব্যাটিং৷আর চিন্নাস্বামীতে লায়ন গর্জনে গুটিয়ে গেল টিম কোহলি৷একাই তুলে নিলেন আটটি উইকেট৷সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে অজি বোলার হিসেবে সর্বোচ্চ উইকেট গ্রাহক হিসেব ব্রেট লি-কে (৫৩টি) টপকে গেলেন অজি-স্পিনার৷ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে বিনা উইকেটে ৪০ রান তুলেছে অস্ট্রেলিয়া৷ডেভিড ওয়ার্নার ২৩ ও ম্যাট রেনশ ১৫ রানে ক্রিজে রয়েছেন৷

Check Also

সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।

স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।