মার্কিন নাগরিকদের ফ্রি-ভিসা সুবিধা বাতিল করল ইইউ

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইউরোপিয় মহাদেশে ফ্রি-ভিসায় ভ্রমণ সুবিধা বাতিল করল ইইউ। রয়টার্স জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ইইউ পার্লামেন্ট আমেরিকানদের ফ্রি-ভিসা সুবিধা বাতিলের প্রস্তাবনা অনুমোদন করে।11

এর আগে, ইইউভুক্ত পাঁচটি দেশ, বুলগেরিয়া, ক্রোয়েটিয়া, সাইপ্রাস, পোল্যান্ড এবং রোমানিয়ার নাগরিকদের ফ্রি-ভিসার আবেদন নাকচ করে যুক্তরাষ্ট্র। এর পরপরই ইইউ পার্লামেন্ট এই সিদ্ধান্ত নেয়। ইইউ পার্লামেন্ট জানায়, ইইউ’র নীতি তার প্রতিটি সদস্য দেশের জন্যই সমান। অন্য ২৩টি দেশের মতই ওই পাঁচটি দেশকে ওয়াশিংটনের এই সুবিধা দেয়া উচিত। সাময়িকভাবে এই নিষেধাজ্ঞা জারি করা হলেও দুই মাসের ভিতরেই এই পদক্ষেপ পুরোপুরি কার্যকর করা হবে বলে জানায় ইইউ।

মার্কিন গণমাধ্যমগুলো বলছে, ইইউ’র এই পদক্ষেপ প্রকৃতপক্ষে ইইউভুক্ত দেশগুলোতে ভ্রমণকারী যুক্তরাষ্ট্রের নাগরিকদের উপর একটি বাধা। প্রতিবছর মিলিয়ন আমেরিকান ভ্রমণ ও ব্যবসায়িক কাজে ইইউ সফর করে। এটি ইইউ’র পর্যটন অর্থনীতিতে আঘাত হানবে। সূত্র: সিএনএন, দ্য হিল

Check Also

ইসরায়েলে নেমে এল নতুন বিপদ

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোর দিকে রোববার রাতে একযোগে অন্তত ১০টি রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।