ক্রাইমবার্তা রিপোট:শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শনিবার সকাল ১০টায় শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়ন পরিষদে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের হলরুমে উক্ত সনদ বিতরণ অনুষ্ঠানে কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান এস এম আব্দুর রউফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবু সায়েদ মো. মনজুর আলম। উক্ত প্রশিক্ষণটি এলজিএসপি-২ এর অর্থায়নে কাশিমাড়ী ইউনিয়নের ১৩ জন বেকার যুব মহিলাদের আত্ম কর্মসংস্থান মূলক প্রশিক্ষণের প্রাথমিক সনদ শনিবার সকালে বিতরণ করা হয়। কাশিমাড়ীর ১৩ জন বেকার যুব মহিলাদের কর্মসংস্থান এর জন্য ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে গত ০১/১১/২০১৬ হইতে ৩০/১১/২০১৬ তারিখ পর্যন্ত প্রাথমিক চিকিৎসার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাথমিক প্রশিক্ষণ শেষ শনিবার উক্ত প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের মাঝে সনদ বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন, অব: প্রাপ্ত পুলিশ কর্মকর্তা সোহারব হোসেন, কাশিমাড়ী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, আলি আফসার, উপসহকারি মেডিকেল অফিসার এস এম সাকিল হোসেন, মুক্তিযোদ্ধা কাশিমাড়ী ইউনিয়ন কমান্ডার নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শামছুর রহমান দুখি, অব: প্রাপ্ত সেনা সদস্য শাহজাহান কবির, অব: প্রাপ্ত সেনা সদস্য গোলাম সারোয়ার, অব: প্রাপ্ত সেনা সদস্য রাজগুল ইসলাম, আব্দুল হান্নান, সাংবাদিক ডি এম আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক মেহেদী হাসান মারুফ প্রমূখসহ কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যা ও সদস্যবৃন্দ এবং এলাকার একাধিক গর্ণমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, মো. মহশিন আলম।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …