ক্রাইমবার্তা রিপোট: হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটির খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে এক মাসিক কর্মী আলোচনা সভার উদ্যোগ নেওয়া হয়েছে। উক্ত আলোচনা সভা গত ০৪/০৩/২০১৭ ইং শনিবার সকলা ১১ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়। বিভাগীয় কার্য্যালয় রূপদিয়া বাজার যশোর। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সভাপতি জনাব জি, এম, মিজানুর রহমান (মিজান)।
আলোচনা সভায় সভাপতি বলেন সকল সদস্য একসঙ্গে কাজ করতে হবে, য্যেতুক দেয়া ও নেয়া দন্ডনীয় অপরাধ, বাল্য বিবাহ ও মকানব পাচার রোধ করুন সাংগঠনিক সম্পাদক এস, এম শাহিন বলেন, দেশে শতকরা ৭০ ভাগ কিশোরীদের বাল্য বিবাহ দেয়া হয়েছে। বাংলাদেশ সরকার বারবার ঘোষনা দিয়ে যাচ্ছে বাল্য বিবাহ বন্ধের জন্য। বাল্য বিবাহ দেওয়া দন্ডনীয় অপরাধ। মেয়ের অভিভাবক এই কথা না মেনে মেয়ের বয়স বাড়িয়ে বিবাহ দিয়ে আসছে। এসব মেয়েরা অল্প বয়সে হয়ে যাচ্ছে রোগাটে। সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বলেন, দেশের মানুষ সচেতন হলেও যৌতুক দেওয়া ও নেওয়া কমছে না। শতকরা ৪০ ভাগ নারী যৌতুকের শিকার হয়ে পিতার বাড়িতে দিন যাপন করছে। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মোঃ শহিদুল ইসলাম, শেখ সুমন, এস, এম শাহিন, আনোয়ার হোসেন, হোসনেয়ারা হাসি, কামরুজ্জামান, আব্দুর রহমান, ডাঃ আলি হোসেন (মিন্টু) প্রমুখ।