‘যুক্তরাজ্য সুষ্ঠু নির্বাচন দেখতে চায়’

ক্রাইমবার্তা রিপোট:যুক্তরাজ্য সব সময় বাংলাদেশে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।27

ঢাকা সফররত যুক্তরাজ্যের মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমে এ কথাগুলো বলেছেন তিনি। আজ শনিবার বিকেলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে গুলশানে তার কার্যালয়ে গিয়ে বৈঠক করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলবিষয়ক মন্ত্রী অলোক শর্মা। প্রায় এক ঘণ্টার এই বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তাঁর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও উপদেষ্টা রিয়াজ রহমান।

বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বৈঠকে বিএনপির পক্ষ থেকে যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াশোনা, প্রশিক্ষণ-সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের ভিসা-সংক্রান্ত অসুবিধার বিষয়টি মন্ত্রীর নজরে আনা হয়েছে। এখন যুক্তরাজ্যের ভিসা সরাসরি ঢাকা থেকে করা যায় না, ভারতের দিল্লি থেকে করতে হয়। বাংলাদেশ সম্পর্কে অলোক শর্মা বলেছেন, তাঁরা সব সময় বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চান।

তিন দিনের সফরে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকায় আসেন অলোক শর্মা। আজ তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।