সভাপতির অপসারন ও শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে শ্যামনগরে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল, সমাবেশ ও শ্রেণী কক্ষে তালা

ক্রাইমবার্তা রিপোট:মোস্তফা কামাল-শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের রমজাননগর তোফাজ্জেল বিদ্যাপীঠে মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির অপসারন ও শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে মিছিল সমাবেশ ও স্কুলের সকল রুমের তালা দেয়। থানা পুলিশের হস্তক্ষেপে শ্রেণী কক্ষের তালা খুুলে দেওয়া হয়। গতকাল শনিবার সকাল ৯ টায় অত্র স্কুলের ছাত্র ছাত্রী ও অভিভাবকরা স্কুলের সভাপতি শেখ মাহমুদুর রহমানের অপসারন ও শিক্ষক নিয়োগ বন্ধের দাবিতে স্কুলের সামনে মিছিল ও সমাবেশ করেন। এ ছাড়া স্কুলের সমস্ত রুমে তালা লাগিয়ে দেয়। খবর পেয়ে শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এবং স্কুলের সকল রুমের তালা খুলে দেয়। এ সময় আনুমানিক ২ ঘন্টা স্কুল বন্ধ ছিল। উল্লেখ্য সভাপতি শেখ মাহবুবুর রহমান কমিটির অন্যান্য সদস্য সহ শিক্ষক প্রতিনিধিদের কোন প্রকার তোয়াক্কা না করে ১৫ লক্ষ টাকার বিনিময়ে গত ২৬ ফেব্রুয়ারী অদক্ষ ও মেধাশুন্য প্রধান শিক্ষক মতিউর রহমান ও সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমকে নিয়োগ দেওয়ার কার্যক্রম সম্পন্ন  করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শুন্য হওয়ায় বিগত ২০১৭ সালের ৩ জানুয়ারী সহকারী প্রধান শিক্ষক ২০১৭ সালর ১০ জানুয়ারী সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। স্কুলের সভাপতি তাহার একক সিদ্ধান্তে কমিটির অন্যান্য সদস্য সহ শিক্ষক প্রতিনিধিদের কোন প্রকার তোয়াক্কা না করে মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্য ও স্বাধীনতা বিরোধী পরিবারের সদস্য নিয়োগ গত ২৬/০২/২০১৭ তারিখে রাতারাতি নিয়োগের সকল কার্যক্রম সম্পন্ন করেছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিনতি রানী মন্ডল এ ঘটনায় কোন তথ্য দিতে অস্বীকৃতি প্রকাশ করে বলেন, সভাপতির কাছে সকল কাগজপত্র রয়েছে, আমার যেখানে সভাপতি স্বাক্ষর করতে বলেন সেখানে শুধু স্বাক্ষর করি। সভাপতি শেখ মাহমুদুর রহমান জানান, ক্লাসরুমে তালা দেওয়ায় শ্যামনগর থানা পুলিশ তালা খুলে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন।
28

শ্যামনগরে তরুণীকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ

শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধিঃ শ্যামনগরে এক তরুণীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে তুলে নিয়ে প্রেমিকসহ তিন বন্ধু মিলে রাত ভোর  হালিমা খাতুন (২২) পালাক্রমে ধর্ষন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পানের সাথে চেতনা নাশক মিশিয়ে ধর্ষন শেষে ভোর রাতে সঙ্গাহীন অবস্থায় ধান ক্ষেতের আঁইলে ফেলে রাখা হয়। ভোরে গ্রাম বাসি ওই ধর্ষিতাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করলেও পুলিশ কোন ব্যবস্থা গ্রহন করেনি বলে ধর্ষিতা ও তার পরিবারের অভিযোগ। গত শুক্রবার দিবাগত রাতে শ্যামনগর সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনি এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে ধর্ষিতাকে উদ্ধার করে গ্রামবাসি।ধর্ষিতা জানায়, পার্শ্ববর্তী চাদনীমুখী গ্রামের মনিরুল ইসলামের ছেলে আব্দুল্যা আল মামুনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার রাত ১০ টার দিকে প্রেমিক মামুন ও তার দুই বন্ধু মোবইল ফোনে তাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে সবার অজান্তে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গভীর রাতে বাড়ির পার্শ্ববর্তী ভেড়িবাঁদের উপর মামুন তাকে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে। এ সময় মামুনের বন্ধুরা কিছুটা দুরে নৌকার মধ্যে অবস্থান করছিলো। এ সময় কান্নাকাটি করলে মামুন তাকে (ধর্ষিতাকে) নিয়ে নৌকায় উঠে বিস্কুট ও পান খেতে দেয়। পান খাওয়ার পর সে আর কিছু বলতে পারেনা। গতকাল ভোরে গ্রামবাসি তাকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করার পর জানতে পারে তাকে ধান ক্ষেতের আঁইল থেকে সঙ্গাহীন অবস্থায় উদ্ধার করা হয়। ধর্ষিতা তার শাররীক অবস্থা বিবেচনায় জানায়, তাকে তার প্রেমিকসহ তিন জন মিলে সারা রাত ধর্ষন করেছে। তিনি এর বিচার দাবি করেন। বুড়িগোয়ালিনী গ্রামের নুরুজ্জামান, আদমআলী, নজরুল ইসলাম, আব্দুল হক জানান, তারা গতকাল শনিবার ফজরের নামাজ শেষে মাঠে যাওয়ার পথে বুড়িগোয়ালিনি ফরেষ্ট জামে মসজিদের ইমাম রফিকুল হুজুরের ধান ক্ষেতের আইঁলের উপর এক তরুনীকে পড়ে থাকতে দেখেন। পরে তারা তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বুড়িগোয়ালিনি নৌপুলিশ ফাড়ির পুলিশের কাছে হস্তান্তর করে। নৌপুলিশ জানায়, ওই তরুণীর পরিচয় নিশ্চিত হয়ে তার ভাই ভুট্ট মিয়ার মাধ্যমে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে। ধর্ষিতার ভাই ভুট্ট মিয়া জানান, পুলিশ তার বোনকে বাড়ি নিয়ে গোসল করানোর পর ভাত খাইয়ে সুস্থ্য করে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ দিতে বলার পর তারা বাড়ি চলে যান। বুড়িগোয়ালিনি নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মামুন জানান, তিনি ছুটিতে, এ বিষয়ে তার জানা নেই। বর্তমান ভারপ্রাপ্ত ইনচার্জ এ এস আই মোমিনুল জানান, তিনি ধর্ষিতাকে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে থানায় যাওয়ার পরামর্শ দেন।স্থানীয় ইউপি সদস্য (৬ নং ওয়ার্ড) আব্দুর রহিম জানান, ওই রুণীর সাথে মামুনের প্রেম ভালোবাসা আছে এটা সবাই জানে। শুক্রবার দিবাগত রাতে কি হয়েছে তা জানা নেই। তিনিও ধর্ষিতাকে চেয়ারম্যানের কাছে অভিযোগ দিতে বলেছেন।গাবুরা ইউপি চেয়ারম্যান আলী আজম টিটু জানান, মেয়েটি আব্দুল্যা আল মামুনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বিষয়টি আইনগত ভাবেই দেখবেন বলে জানান।ধর্ষক আব্দুল্যা আল মামুন জানান. আগামী সোমবার আমার বিয়ের দিন ধার্য্য হয়েছে। মেয়েটি আমার মান সম্মান নষ্ট করার জন্য এসব করছে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ বিষয়ে তিনি কিছু জানেন না। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।