কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ক্রাইমবার্তা রিপোট: পিরোজপুরে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৩) ধর্ষণের দায়ে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।19

আজ রোববার দুপুরে পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম জিল্লুর রহমান এ রায় দেন।

দণ্ডাদেশ পাওয়া সুজন হাওলাদার (২৬) পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের বাসিন্দা।

আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ১০ আগস্ট ওই কিশোরীকে ঘরে একা পেয়ে প্রতিবেশী সুজন ধর্ষণ করে। এ সময় মেয়েটির বাবা বাজারে ও মা পাশের বাড়িতে ছিল। তার মা বাড়ি ফিরে এলে সুজন পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই মেয়েটির বাবা বাদী হয়ে সুজনের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরের দিন পুলিশ সুজনকে গ্রেপ্তার করে। ওই বছরের ৩১ অক্টোবর পুলিশ সুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। আদালত আজ এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন বিশেষ পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) আবদুর রাজ্জাক খান। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট সিরাজুল হক।

Check Also

যশোরে মধুমেলার জায়গা বরাদ্দ নিয়ে বিএনপির দুগ্রুপের হাতাহাতি

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত’র ২০১তম জন্মবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী ‘মধুমেলা’র জায়গা ও ইভেন্ট বরাদ্দের উন্মুক্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।