ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, হতাহত ২৬

ক্রাইমবার্তা আন্তর্জাতিক ডেস্ক :ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় সুরিগাও নগরীতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে একজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।

ভূমিকম্পের মাত্রা পাঁচ দশমিক নয় বলে জানিয়েছে ফিলিপাইনের আগ্নেয়গিরি ও ভূকম্পন ইনস্টিটিউট।

ইনস্টিটিউট আরো জানায়, রোববার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে সুরিগাও ডেল নর্তে প্রদেশের সুরিগাও নগরী থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ১৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। বার্তা সংস্থা সিনহুয়ার খবরে একথা বলা হয়েছে।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এটি ১৯ কিলোমিটার গভীরে আঘাত হানে।

এতে আরো বলা হয়, মিন্দানাওয়ের বুতুয়ান প্রদেশ ও ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সামারের গুইউয়ানেও ভূমিকম্পন অনুভূত হয়েছে। এখন পর্যন্ত দুটি ভূমিকম্প পরবর্তী কম্পন অনুভূত হয়েছে। এতে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

Check Also

স্ত্রীকে নিয়ে ঢাকায় রিকশা চালালেন পাকিস্তানের হাইকমিশনার

ঢাকায় রিকশা চালাচ্ছেন পাকিস্তানি হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ! ভাবতে অবাক লাগলেও সম্প্রতি তেমনি এক ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।