ক্রাইমবার্তা রিপোট: প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তা চুক্তি ও গঙ্গা ব্যারাজ ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রীর ভারতে সফরে তিস্তার পানি ভাগাভাগি নিয়ে চুক্তি হবে। একই সাথে গঙ্গা ব্যারাজ নির্মাণে ভারত তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কারণ এ প্রকল্প বাস্তবায়নে ভারতের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তন মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডিআরইউ সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাধারণ সম্পাদক মুরসালিন নোমানীসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।