ক্রাইমবার্তা রিপোট:রাজধানীর মহাখালীতে গার্মেন্টসকর্মী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে ওই নারীর শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ভূক্তোভোগীর স্বজনদের দাবি, শনিবার রাতে গার্মেন্টসের কাজ শেষে বাসায় ফেরার সময় তিন চারজন দুর্বৃত্ত তাকে আটকে নিয়ে পালাক্রমে পাশবিক নির্যাতন চালায়। এ ঘটনার পর থেকে তারা পালিয়েছে বলে দাবি ভুক্তোভোগীর স্বজনদের।
ঢাকা মেডিক্যালে আসমা নামে ভূক্তোভোগী গৃহবধূর এক স্বজন জানান, ওর বয়স আনুমানিক ২৫ বছর। তারা মহাখালী বেলতলা বস্তিতে বাস করেন। রাতে গৃহবধূ গার্মেন্টসের কাজ শেষে বাসায় ফেরার সময় একই বস্তির নায়েব আলী, জুনায়েদ, সোহাগসহ চার জন যুবক মেয়েটিকে মুখ চেয়ে বস্তির একটি ঘরে নিয়ে যায়। সেখানে তার গলায় ওড়না পেচিয়ে জোর করে চেতনা নাশক খাইয়ে অচেতন করে পালাক্রমে পাশবিক নির্যাতন চালিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে খবর পেয়ে তারা ওই ঘর থেকে গৃহবধূকে উদ্ধার করেন। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয় গৃহবধূকে।
এ ব্যাপারে মামলা করবে বলে জানিয়েছেন গৃহবধূর স্বামী।