ক্রাইমবার্তা রিপোট:নাজমুল আলম মুন্না, সাতক্ষীরা। নারী পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা-বদলে যাবে কর্মে নতুন মাত্রা এই প্রতিপাদ্যকে ধারনকরে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১১ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারাময়ী মুখার্জীর সভাপতিত্বে পালিত হয়েছে।
স্বদেশ সাতক্ষীরার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মোঃ আব্দুল হামিদ, ড.দিলারা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদের সম্পাদক জ্যোৎস্না দত্ত, জিডিএফ সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, জেন্ডার প্রকল্প ওয়ার্ল্ড ভিশন ম্যানেজার সুরভী বিশ্বাস, তাহমিনা ইসলাম, নুসরাত জাহান রাখী প্রমুখ। অংশগ্রহণ করেন টিআইবি, সঞ্জিতা মহিলা উন্নয়ন সমিতি, শুভেচ্ছা সিবিও, শতরুপা সিবিও, ব্র্যাক, বরসা, সুশীলন, জাতীয় মহিলা সমিতি, ক্রিসেন্ট, লাইট হাউজ, এডাব, হেড, রমনী মহিলা সমিতি, শাপলা সিবিওসহ বিভিন্ন উন্নয়ন সংগঠনের ২ শতাধিক মানবাধিকার কর্মী।