ক্রাইমবার্তা রিপোট:নওগাঁ সংবাদদাতা ঃ “নারী পুরুষ সমতা উন্নয়নের যাত্রা, বদলে যাবে বিশ্ব সাথে নতুন মাত্রা“ এই প্রতিপাদ্য নিয়ে আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে নওগাঁয় মানব বন্ধন কর্মসুচী পালিত হয়েছে। রবিবার শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালিত হয়। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিসুর রহমান, নারী নেত্রী পারুল আকতার, জেসমিন আকতার, নুরুন নাহার সুষমা সাথী চৌধূরী প্রমুখ বক্তব্য রাখেন। জেলার বিভিন্ন দপ্তরের তিন শতাধিক নারীরা এতে অংশ গ্রহন করে।#
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …