সাতক্ষীরায় ভ্রাম্যমান আদালতে দুই গাঁজা ব্যবসায়ীর সাজা

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরায় দুই গাঁজা ব্যবসায়ীকে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল রোববার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত গাঁজা ব্যবসায়ী হলেন, উত্তর কাটিয়া গ্রামের মো. নূর আহমেদ এর ছেলে মো. ফারুক হোসেন (৩৭)। রোববার সকাল সাড়ে ১০টায় কাটিয়া রেজিষ্ট্রি পাড়াস্থ আসামীর বাড়ির সামনে থেকে সদর থানার এসআই রাজ আহমেদসহ সঙ্গীয় ফোর্স তাকে আটক করে। এসময় তার কাছ থেকে ২শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন সজল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২৬ ধারার অপরাধে দোষি সাব্যস্ত করে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন। অপরদিকে রোববার দুপুরে সাতক্ষীরা কাস্টমস গোডাউনের সামনে থেকে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এস.আই বিজয় কুমার মজুমদারসহ সঙ্গীয় ফোর্স সদর উপজেলার বিনেরপোতা গ্রামের পঞ্চরাম সরকার ছেলে গোবিন্দ সরকার (৫৮) কে আটক করে। এসময় তার কাছ থেকে ১শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর হোসেন সজল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২৬ ধারার অপরাধে দোষি সাব্যস্ত করে ১ মাসের কারাদন্ড প্রদান করেন।
20

সাতক্ষীরা পৌর মেয়রের সাথে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের মতবিনিময়

ফিরোজ হোসেন : সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি’র সাথে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকাল ৪টায় সাতক্ষীরা পৌর মেয়রের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি আরটিভি ও চ্যানেল টোয়েন্টিফোর’র ক্যামেরাপার্সন জাকির হোসেন মিঠু, সাধারণ সম্পাদক দৈনিক কাফেলার স্টাফ রিপোর্টার মো.আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক কালের চিত্র পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক মেহেদী আলী সুজয়, সহ সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার নিজস্ব প্রতিনিধি আব্দুর রহিম, সাবেক সভাপতি ও বিটিভির ক্যামেরাপার্সন মীর মোস্তফা আলী, দৈনিক যুগের বার্তার মফস্বল বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান আনিছ, কোষাধ্যক্ষ ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার নিজস্ব প্রতিবেদক মাহফিজুল ইসলাম আককাজ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক কাফেলার শহর প্রতিনিধি শেখ কামরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও দৈনিক যুগের বার্তার শহর প্রতিনিধি আমিনুর রহমান আজিজ, প্রচার সম্পাদক দৈনিক সাতনদী পত্রিকার নিজস্ব প্রতিবেদক ফিরোজ হোসেন, সদস্য দৈনিক কালের চিত্র পত্রিকার শহর প্রতিনিধি সেলিম হোসেন, বাংলা ভিশনের ক্যামেরাপর্সন রাহাত রাজা প্রমুখ।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।