সাতক্ষীরায় স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এমপি রবি সত্যিকারের মানুষ গড়ার কারিগরদের সবাই সম্মান করে

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ হোসেন : সাতক্ষীরায় কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আহবায়ক প্রভাষক এম সুশান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।23 এ সময় তিনি বলেন, সত্যিকারের মানুষ গড়ার কারিগরদের সবাই সম্মান করে। আপনারা যদি ভাল না থাকেন তাহলে আগামী প্রজন্ম ভাল থাকবেনা। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষকদের কথা ভেবে এমপিওভূক্ত করণ ও স্কুল কলেজ জাতীয় করণ করছে। আপনারা যদি নায্য দাবী নিয়ে আন্দোলন করেন তাহলে আপনারা সফল হবেন। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর আহবায়ক প্রভাষক এম সুশান্ত। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. আবু সাইদ, অধ্যক্ষ মো. মিজানুর রহমান, অধ্যক্ষ রেজাউল করিম, স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর যুগ্ন-আহবায়ক প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী,বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী আলিম মাদ্রাসা ঐক্য পরিষদের জেলা শাখার সভাপতি মো. আব্দুস সালাম, প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, শামীম হোসেন, শফিকুল ইসলাম, শিক্ষক এস.এম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক মেহেদী হাসান, রায়হানুল কবির, হাবিবুর রহমান, জয়দেব বিশ্বাস, প্রধান শিক্ষক আরজিনা, পরিমল কুমার, আলমগীর হোসেন, সাইফুল্লাহ, জি.এম নাজমুল হোসেনসহ জেলা উপজেলা শাখার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে এসে কেক কাটার মধ্য দিয়ে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর পরিসমাপ্তি ঘটে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) এর যুগ্ন-আহবায়ক প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।