কলারোয়ায় ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী আরাফাত হোসেন

ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দাার,স্টাফ রিপোর্টার, 24সাতক্ষীরা কলারোয়ায় বিচ্ছিন্ন দু’একটি অনাকাঙ্খিত ঘটনা ছাড়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সোমবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল ৮ টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ নির্বাচনের ভোট গ্রহণ চলে। সূত্র জানায়, উপজেলার ৬৭টি কেন্দ্রে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলার একটি পৌরসভা ও ১২ টি ইউনিয়নের ১ লাখ ৮২ হাজার ২শ’ ২৯ জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৩,০৯১ জন। যার মধ্যে মোট বৈধ ভোটের সংখ্যা ৭১,৭৫৮ এবং বাতিলকৃত ভোটের সংখ্যা ১৩৩৩। ভোট প্রদানের শতকরা হার ৪০.১০ ভাগ। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এএইচএম কামরুল হাসান স্বাক্ষরিত চূড়ান্ত বার্তা শিট এবং উপজেলা নির্বাচন কন্ট্রোল রুম থেকে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী এ উপ-নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ মনোনীত প্রার্র্থী জেলা আওয়ামীলীগের ধর্ম-বিষয়ক সম্পাদক আরাফাত হোসেন (নৌকা প্রতীক)। তিনি পেয়েছেন ৩৯,৪৯১ ভোট। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহাজাদা (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ৩২,২৬৭ ভোট। বিজয়ের ব্যবধান ৭,২২৪ ভোট। উপজেলার প্রায় সকল ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত  বেশিরভাগ কেন্দ্রে নগণ্যসংখ্যক ভোটার উপস্থিতি পরিলক্ষিত হয়েছে। তবে দুপুরের পর পরই কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়তে থাকে বলে জানা যায়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।