জনগণকে বোকা বানাতে সার্চ কমিটি দিয়ে ইসি গঠন : ফখরুল

ক্রাইমবার্তা রিপোট:বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে বোকা বানাতেই সরকার গণতন্ত্রের কথা বলে রাষ্ট্রপতিকে দিয়ে সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে।

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশনে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১১তম কারাবন্দি দিবস উপলক্ষে  আলোচনায় ফখরুল এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব আরো বলেন, জোর করে ক্ষমতায় থাকার নীলনক্সা বাস্তবায়নই এর মূল  উদ্দেশ্য। ২০১৪ সালের ৫ জানুয়ারির  মতো আর কোনো নির্বাচন জনগণ মেনে নেবে না। বিএনপি নির্বাচনে আসতে বাধ্য—মন্ত্রী-সাংসদদের এমন বক্তব্যেরও  সমালোচনা করেন তিনি।

সম্প্রতি সাবেক সচিব কে এম নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করে পাঁচ সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। চার কমিশনার হলেন- সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী।

Check Also

নকশা না মানায় রাজধানীতে ভাঙা হবে নির্মানাধীন ৩৩৮২ ভবন

নকশা না মানায় ঢাকায় নির্মাণাধীন ৩ হাজার ৩৮২টি ভবনের অবৈধ অংশ চিহ্নিত করে ভেঙে সঠিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।