ঝড়ে ওবায়দুল কাদেরের হেলিকপ্টার জরুরি অবতরণ

ক্রাইমবার্তা রিপোট:ঝড়ের কবলে পড়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে বহনকারী হেলিকপ্টার।
আজ সোমবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় দেশিগ্রাম ইউনিয়নের খিরসিন আদিবাসী পল্লী এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে।

সেতুমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আবদুল জলিলের চতুর্থ মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে তাঁরা নওগাঁ যাচ্ছিলেন।

খালিদ মাহমুদ এনটিভি অনলাইনকে বিষয়টি সম্পর্কে বলেন, ঝড়, মেঘের কারণে আবহাওয়া অনুকূলে ছিল না। এর মধ্যে দিক নির্ণয় করতে না পারায় পাইলট হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে বাধ্য হন। ৪০ মিনিট পর আবহাওয়া অনুকূলে এলে হেলিকপ্টারটি নওগাঁর উদ্দেশে রওনা হয়।

পরে বেলা ১১টা ২২ মিনিটে আওয়ামী লীগ নেতাদের হেলিকপ্টার নওগাঁয় অবতরণ করে।

Please follow and like us:

Check Also

চুয়াডাঙ্গায় রেকর্ড ৪২ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা

অতি তীব্র তাপদাহের মধ্যে চলতি বছরে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।