ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন, তালাঃ তালার খুলনা সাতক্ষীরা মহাসড়কে মদনপুর নামক স্থানে ইজিবাইকের ধাক্কায় এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদশীরা জানায় সোমবার বিকাল সাড়ে ছয়টার সময় সাতক্ষীরাগামী ইজিবাইক পথচারী মদনপুর গ্রামের লিয়াকাত মোড়ল (৬৫) কে ধাক্কা দিলে মারাত্বক আহত হয় । রক্তাক্ত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাটকেলঘাটা লোকনাথ নাসিংহোমে ভর্তি করার পূর্বেই কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু বলে ঘোষনা করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান হাফিজুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় প্রাথমিক শিক্ষা অফিসারের বাসায় চুরি
আকবর হোসেন,তালাঃ তালা উপজেলায় ০৬ মার্চ প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলামে ভাড়া বাসা হতে আনুমানিক সকাল ৫ঘটিকার সময় ৪০হাজার টাকা ১টি প্যান্ট ০২টি পেন ড্রাইভ এবং জাতীয় পরিচয় পত্র চুরি করে নিয়ে গেছে । তিনি তালা প্রেস ক্লাবের পিছনে হাজী মোঃ আঃ সাত্তারের বাড়ীতে দোতালায় ভাড়া থাকতেন । শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম জানান,আজ ০৬ মার্চ সকাল আনুমানিক ৫ ঘটিকার দিকে ঘরের জানালার থাই গ্লাস সরিয়ে জানালার পাশে থাকা প্যান্টসহ ৪০হাজার টাকা ০২টি পেন ড্রাইভ এবং জাতীয় পরিচয় পত্র চুরি করে নিয়ে গেছে । এ ব্যাপারে তালা থানায় মৌখিক ভাবে জানানো হয়েছে । তিনি আরও বলেন চুরি রোধ কল্পে পুলিশের পাশা পাশি স্থানীয় ভাবে ডিউটির লোক রাখা আছে । তাদেরকে প্রতি মাসে ১শত টাকা করে দেয়া হয় । আর একটু সতর্ক ভাবে ডিউটি দিলে কিছুটা হলেও চুরি রোধ করা সম্ভব ।
তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ হত্যার প্রতিবাদে তালায় মুক্তিযোদ্ধাদের প্রতিবাদ সমাবেশ
আকবর হোসেন,তালাঃ তালায় ৫ মার্চ রবিবার দুপুর ১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত সাতক্ষীরার সদর উপজেলার ঘোনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ হত্যার প্রতিবাদে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ চত্ত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বাবু সুভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা কোহিনুর ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার আঃ রশিদ, যুদ্ধ কালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সোবহান, বীর মুক্তিযোদ্ধা বাবু সন্তোষ কুমার, বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান প্রমুখ । এসময় বক্তারা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গ বন্ধু কন্যা শেখ হাসিনা যখন মুক্তিযোদ্ধাদের পূর্ণবাসনের ব্যবস্থা করছেন ঠিক সেই সময় আমাদের সহযোদ্ধা আবুল কালাম আজাদকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমরা সেই সকল দেশদ্রোহীদের বাংলাদেশ সরকারের কাছে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। বক্তারা আরও বলেন আইনের আওতায় এনে দোষীদের ফাঁসির দাবিও জানান। এ সময় অন্যন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহামান, মুক্তিযোদ্ধা আবুল খায়ের, মুক্তিযোদ্ধা আবু বক্কর শেখ, মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সহ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।
উলে¬খ্য, নিহত মুক্তিযোদ্ধা আবুল কালামে আজাদ পেশায় একজন রড, সিমেন্ট ব্যবসায়ী। ব্যবসায়ীক সূত্রে ঘোনার মমিনূল হোসেন তার দোকান থেকে কয়েক লাখ টাকা রড় সিমেন্ট বাকিতে নিয়ে ছিলেন। পাওনা টাকা চাইলে মমিনুল বিভিন্ন সময় টালবাহানা করত। গত ২৭ ফেব্র“য়ারি সোমবার রাত ৯টার দিকে পাওনা টাকা চাইতে গেলে মমিনুল ও তার ৬/৭ জন সহযোগী তাকে বেধড়ক মারধর করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ঐদিন রাত আড়াই টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরন করেন।
তালায় জাতীয় পাট দিবস পালন
আকবর হোসেন,তালাঃ “সোনালী আঁশের সোনার দেশ পাট পণ্যের বাংলাদেশ” এই স্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় পাট দিবস পালন করা হয়েছে। দিনটি উপলক্ষ্যে গতকাল সোমবার (৬ মার্চ) সকালে তালা উপ-শহরে পাটর্যালী শেষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা অধীর কুমার গাইন, যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়দুল হক হাওলাদার, বিআরডিবি কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার আলাউদ্দীন জোয়াদ্দার, সাতক্ষীরা জেলা পাট অফিসের মূখ্য পরিদর্শক আশিষ কুমার দাশ, কলারোয়া পাট অফিসের পরিদর্শক শেখ আকরাম হোসেন, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, সেলিম হায়দার, উত্তরণ কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, পাট ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুল বারী, পাট ব্যবসায়ী মোঃ আজিজুর রহমান, মোবারক হোসেন, আব্দুল মোমিন প্রমুখ।
তালায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষক পুরস্কৃত
আকবর হোসেন,তালাঃ সাতক্ষীরার তালায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ এর শ্রেষ্ঠত্ব অর্জনে বিভিন্ন স্তরে কয়েকটি সেরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষককে পুরস্কৃত করা হয়েছে। গতকাল সোমবার (৬ মার্চ) বিকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন তাঁর অফিস কার্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষককে ক্রেস্ট এবং সনদপত্র বিতরণ করেন। এসময় কলেজ পর্যায়ে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়, শ্রেষ্ট স্কুল সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠ, মাদ্রাসা পর্যায়ে কাশিপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ মোহন হালদার, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (মহিলা) বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা পারভীন সেজুতি, স্কুল পর্যায়ে সুভাষিনী হাজী মেহেরুল্লাহ ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আলী হায়দার এবং স্কুল পর্যায় যৌথভাবে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক কুমিরা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএম আব্দুল্লাহ আল মাসুদ ও কাশিপুর বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিহির কুমার বিশ^াস। এছাড়া মাদ্রাসা পর্যায় শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন সারসা বাহারুল উলুম দাখিল মাদ্রাসার সহঃ সুপার মোঃ মশিউর রহমান। ক্রেস্ট এবং সনদপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান,শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় ও সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের পরিচালনা পর্ষদের সভাপতি উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, মাধ্যমিক শিক্ষা অফিসের এ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাশ, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, উপাধ্যক্ষ মহিবুল্লাহ মোড়ল, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আনন্দ মোহন হালদার, সাধারণ সম্পাদক মুকুন্দ রায়, কলেজ শিক্ষক অচিন্ত্য সাহা, বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা লায়লা পারভীন সেজুতি, সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম এবং সাংবাদিক গাজী জাহিদুর রহমান প্রমুখ।