ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:বিশাল সংগ্রহের দিকে যাচ্ছে শ্রীলঙ্কা। গলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে স্বাগতিক দলের স্কোর দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩২১ রান। কুসল মেন্ডিস দুর্দান্ত খেলে দলের অবস্থান সুসংহত করেন। তিনি ১৬৬ রান নিয়ে ক্রিজে আছেন। তার সাথে নিরোশান ডিকবেলা ১৪ রান নিয়ে ব্যাট করছেন।
মেন্ডিস-গুনারাত্নে জুটিই বাংলাদেশকে সমস্যায় ফেলেন। এই জুটি ১৯৬ রানের পার্টনারশিপ গড়েন। তবে শেষ বেলায় তাসকিন আহমেদ বিদায় করেনন গুনারাত্নেকে।
লঙ্কান শিবিরে প্রথম আঘাত হেনেছিলেন শুভাশিষ রায়। সাজঘরে ফেরান থারাঙ্গাকে।
পঞ্চম ওভারে শুভাশিষের চতুর্থ বলে মাত্র ৪ রানে এলবিডব্লিউ হন এই লঙ্কান ওপেনার।
এর পরের বলেই আরেকটি উইকেট শিকারের সুযোগ পেয়েছিলেন শুভাশিষ। তবে রিভিউতে তা বাতিল হয়েছে।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা।
বাংলাদেশ একাদশে সুযোগ পাননি সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও রুবেল হোসেন।
আর শ্রীলংকা একাদশে সুযোগ হয়নি ধনানঞ্জয়া ডি সিলভা, আসলি গুনারাত্নে, নুয়ান প্রদীপ, ভিকুম সঞ্জয়া ও মালিন্দা পুস্পকুমারার।
বাংলাদেশ একাদশ : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শুভাশিষ রয়।
শ্রীলঙ্কা একদাশ : রঙ্গনা হেরাথ (অধিনায়ক), দিমুত করুনারত্নে, উপুল থারাঙ্গা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, নিরোশান ডিকবেলা (উইকেটরক্ষক), আসলি গুনারাত্নে, দিলরুয়ান পেরেরা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও লক্ষ্মণ সানদাকান।