ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:ভারতের বর্ধমানে সড়ক দুর্ঘটনায় মারা গেলেন বিখ্যাত সঙ্গীতশিল্পী দোহারের কালিকাপ্রসাদ ভট্টাচার্য। আজ মঙ্গলবার সকালে বর্ধমান যাওয়ার পথে গুড়াপের কাছে ঘটনাটি ঘটে।
শিউড়িতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন দোহারের সদস্যরা। রাস্তায় তাদের গাড়িতে পেছন থেকে একটি লরি এসে ধাক্কা মারে। গুরুতর আহতাস্থায় তাকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসাপাতালে। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কালিকাপ্রসাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৭ বছর বয়সী কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে শোকতপ্ত শিল্পীমহল।
বাঙালির কাছে ‘দোহার’ এখন পরিচিত নাম৷ শুধু পরিচিত বলা ভুল, এই প্রজন্মের কাছে লোকগান ও দোহার যেন অনেকটাই সমার্থক হয়ে দাঁড়িয়েছে৷ শুধু গাওয়া নয়, লোকগানের গবেষণার দিকটিকেও সমানে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন কালিকাপ্রসাদ৷ সেই সঙ্গে ছিল প্রয়োগের দিকটাও৷ প্রজন্ম পরম্পরায় লোকগানকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাটনটি যেন এই সময়ে তার হাতেই তুলে দিয়েছিল প্রবহমান সময়৷ বাংলা ব্যান্ড যখন বাংলা গানের ইতিহাসে নতুন পরিবর্তন আনছে, তখন লোকগানকে নতুন আঙ্গিকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরে দোহার৷ যার প্রাণপুরুষ ছিলেন কালিকাপ্রসাদ৷ পরিবেশনা, আঙ্গিক নিয়ে সর্বদাই মেতে থাকতেন পরীক্ষা-নিরীক্ষায়৷ শুধু নাগরিক মঞ্চে তুলে ধরাই নয়, রিয়ালিটি শোয়ের মতো জায়গাতেও তিনি জনপ্রিয় করে তুলেছিলেন লোকগানকে৷