ক্রাইমবার্তা রিপোট:বগুড়ার শেরপুরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে (১৩) কৌশলে নিজ ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার খালু এনতাজ আলীর (৩৭) বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশ মামলা না নেয়ায় চাঁদা তুলে বুধবার বিকালে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন ওই কিশোরীর মা।
আদালতের বিচারক জেলা জজ বেগম মমতাজ পারভীন অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বগুড়া ইউনিটকে নির্দেশ দিয়েছেন।
এজাহারে বাদী অভিযোগ করেছেন, গত শনিবার রাতে এনতাজ আলী (বাদীর আপন ভগ্নিপতি) কৌশলে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে।
তিনি জানান, বিষয়টি শেরপুর থানায় জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কর্মকর্তারা অজ্ঞাত কারণে মামলা রেকর্ড না করে কালক্ষেপণ করতে থাকেন। বাধ্য হয়ে তিনি বুধবার বিকালে বগুড়ার দ্বিতীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসেন।
অ্যাডভোকেট মাহফুজ মণ্ডল জানান, মহুরিরা চাঁদা তুলে হতদরিদ্র ওই মাকে মামলা করতে সহযোগিতা করেন। আদালত শুনানি শেষে তদন্ত করে প্রতিবেদন দিতে পিআইবি বগুড়া ইউনিটকে নির্দেশ দেন।
এ ব্যাপারে শেরপুর থানার ওসি খান মো. এরফান আলী সাংবাদিকদের জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে পুলিশ দুদফা তদন্ত করেছে। কিন্তু সত্যতা না পাওয়ায় মামলা রেকর্ড করা সম্ভব হয়নি।