ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ কেন্দ্রিয়কর্মপরিষদ সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যক্ষ শেখ মুহাম্মদ ইবনে ফয়েজ বলেছেন, একমাত্র ইসলামই নারী ও পুরুষের পূর্ণাঙ্গ মর্যাদা নিশ্চিত করেছ। ইসলামের বিজয় ছাড়া নির্যাতিত নারী সমাজের মুক্তির অন্য কোনো উপায় নেই। তিনি বুধবার বিকেলে বিশ্ব নারী দিবসে গাজীপুর মহানগর জামায়াতের মহিলা বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরো বলেন, পাশ্চাত্য সভ্যতা চটকদার শ্লোগানের আড়ালে নারীদের ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে ইসলামের বিজয়ের জন্য কাজ করার আহ্বান জানান।
মহিলা বিভাগীয় সেক্রেটারি উম্মে লুবাবার সভানেত্রিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা গোলামুল কুদ্দুস, বিশিষ্ট সমাজকর্মী আমেনা বেগম, তাসলিমা খানম প্রমূখ
Check Also
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন
কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …