ক্রাইমবার্তা রিপোট:ডি এম আব্দুল্লাহ আল মামুন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এ কলেজ স্ব-অর্থায়নে পরিচালিত, রাজনীতি ও ধুমপানমুক্ত ব্যাতিক্রমধর্মী একটি শিক্ষা প্রতিষ্ঠান।এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ নওয়াবেকী মহাবিদ্যালয় এর সম্মানিত শিক্ষক মন্ডলী ও অনন্যেদের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার ৮ই মার্চ সকাল ১১টায় ন’বেকী মহাবিদ্যালয় এর মিলনায়তনে সম্প্রতি কলেজের অধ্যক্ষের দায়িত্বভার গ্রহন করা মোঃ একরামুল কবিরে (বাবলু) সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, কলেজ পরিচালনার প্রভাষক মোঃ হারুন-অর-রশিদ, প্রভাষক মোঃ মোস্তাফিজুর রহমান,ও মক্কা প্রবাসী কল্যান সঃ সঃ লিঃ এর বার্তা সম্পাদক মোঃ নাঈমুর রহমান,সাংবাদিক মোঃ আশিকুর রহমান প্রমূখ।
মতবিনিময় সভায় অধ্যক্ষ মোঃ একরামুল কবির (বাবলু) বলেন, বর্তমানে নওয়াবেকী মহাবিদ্যালয় এই পর্যায়ে আসার পেছনে যাদের অবদান রয়েছে তাদেরকে শ্রদ্ধাভরে স্বরণ করছি।এবং পাশা-পাশি কলেজের অব কাঠামোগত উন্নয়নে বর্তমান পরিচালনা কমিটি সঠিক পদক্ষেপ গ্রহণ নিয়ে এই কলেজটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার আগ্রহী জানান।নওয়াবেকী বাসীর দীর্ঘদিনের দাবী অনার্স চালু করার।
যেন যে কোন মূহুর্তে অনার্স কোর্স চালু হয়ে দরিদ্র ছাত্র/ছাত্রীদের দূভোর্গ কমে আসবে ও দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হবে।এমনিই আশাবাদী করেন।এক প্রশ্নের জবাবে কলেজ পরিচালনা অধ্যক্ষ বলেন।
বর্তমানে কলেজের নতুন একটি ৩ তালা ভবনের কাজ শেষ হবার পথে।তবে এই মুহুর্ত্বে জরুরী একটি ছাত্র/ছাত্রী হোস্টেল অভাব রয়েছে।কলেজের নয়না-বিরাম পরিবেশ দেখে উপস্থিতিরা অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক অভিনন্দন ও ফুলের শুভেচ্ছা জানান।