তালায় ৬শ’৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টাকা বিতরণ

ক্রাইমবার্তা রিপোট:আকবর হোসেন,তালাঃ বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলা পরিষদ চত্বরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত উপজেলার সদর ও জালালপুর  ইউনিয়নের ৬শ’৮০ পরিবারের মাঝে নগদ টাকা  বিতরণ করা হয়। ইকো’র অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উত্তরণ এর বাস্তবায়নে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টাকা বিতরণ করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। 22উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল এর প্রজেক্ট ম্যানেজার সত্যজিৎ রায়, প্রজেক্ট অফিসার উত্তম কুমার চৌধুরী, উত্তরণ এর প্রজেক্ট অফিসার নাজমা আক্তার, উত্তরণের কামরুন্নেছা, সাজ্জাদ হোসেন, সমীরণ কুমার, শিমুল শীল, প্রকাশ নন্দী প্রমুখ।
তালায় মাধ্যমিক স্কুল জাতীয়করণের দাবিতে স্মারকলিপি
আকবর হোসেন,তালাঃ বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষা জাতীয়করণের দাবীতে সাতক্ষীরা তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ)  সকাল ১১টার দিকে উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষা জাতীয়করণ লিয়াজো কমিটি পক্ষথেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর পূর্বে তালা ডাকবাংলা চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয়করণ লিয়াজো কমিটির তালা উপজেলা শাখা আহবায়ক আনন্দ মোহন হলদার, সদস্য সচিব মুকুন্দ কুমার রায়, শিক্ষক মতিয়ার রহমান, জাহাঙ্গীর হাসান, জুলফিকার আলী, আবু তালেব, হাফিজুর রহমান,  নিছার আলী, রত্মা রানী চন্দ্র, শ্যামল চৌধুরী, আলমগীর হোসেন, মালি মোসলেম উদ্দিন, আমিনুর রহমান প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সারা দেশে প্রায় সাড়ে তিন লক্ষ শিক্ষক কর্মচারী মাধ্যমিক বিদ্যালয়ে প্রায় এক কোটি শিক্ষার্থীর মধ্যে ৯৭ ভাগ পাঠদানে নিয়োজিত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা চাকুরীর নিরাপত্তা মর্যাদা ও অর্থনৈতিক ভাবে চরম বৈষম্য শিকার হচ্ছি।

Check Also

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচনে সহসভাপতি হলেন জামায়াতের এড আবু বক্কর

সাতক্ষীরা সংবাদদাতাঃ দীর্ঘ সময়ের অচলাবস্থার পর উৎসবমুখর পরিবেশে সর্বোচ্চ ভোটারদের উপস্থিতিতে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।