ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:হংকং টুয়েন্টি টুয়েন্টি ব্লিজ টুর্নামেন্টে টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকালেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। আজ টুর্নামেন্টের তৃতীয় ও নিজের প্রথম ম্যাচে হংকং আইল্যান্ড ইউনাইটেডের হয়ে খেলতে নামেন মিসবাহ।
হাং হোম জাগুয়ার্সের বিপক্ষে মিসবাহ’র দল টস হেরে প্রথমে ব্যাটিং করতে নামে। ষষ্ঠ ওভারের শেষ বলে হংকং আইল্যান্ড ইউনাইটেডের দ্বিতীয় উইকেটের পতন হলে ক্রিজে আসেন অধিনায়ক মিসবাহ। মারমুখী ব্যাটিং-এ ১৮ ওভার শেষে ২৯ বলে ৪১ রানে পৌছে যান মিসবাহ। এ সময় ৩টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।
এরপরই আরো ভয়ংকর হয়ে উঠেন মিসবাহ। ১৯তম ওভারের শেষ দুই বলে এবং শেষ ওভারের দ্বিতীয় থেকে পঞ্চম বল পর্যন্ত টানা চারটি ছক্কা মারেন তিনি। আর শেষ বলে বাউন্ডারি মারেন মিসবাহ। শেষ পর্যন্ত ৪টি চার ও ৭টি ছক্কায় ৩৭ বলে ৮২ রানে অপরাজিত থাকেন মিসবাহ। এতে তার দল হংকং আইল্যান্ড ইউনাইটেডের সংগ্রহ গিয়ে পৌছায় ২০ ওভারে ৬ উইকেটে ২১৬ রানে।
জবাবে ৮ উইকেটে ১৮৩ রান করতে সমর্থ হয় হাং হোম জাগুয়ার্স। তাই ৩৩ রানে ম্যাচ জিতে মিসবাহ’র হংকং ইসল্যান্ড ইউনাইটেড।