নড়াইলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

ক্রাইমবার্তা রিপোট:নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের রাধানগর এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, লোহাগড়ার রাধানগর এলাকার রজব আলী বিশ^াসের চার বছরের শিশুপুত্র আরাফাত এবং মিরাজুল বিশ^াসের পাঁচ বছরের মেয়ে ফাবিয়া বৃহস্পতিবার সকালের খাবার খেয়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলতে বের হয়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েন। পরে প্রতিবেশি আমির ফকিরের পুকুরে ভাই-বোনের লাশ ভেসে উঠে। তাদের লাশ উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। এদিকে, একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে পরিবারসহ গ্রামে শোকের ছাঁয়া নেমে এসেছে। কোনো সান্ত¡না যেন কাজে আসছে না।

Check Also

ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি

পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।