ক্রাইমবার্তা রিপোট:গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে পরীক্ষা দিতে যাওয়ার পথে বাসের ধাক্কায় ঢাকনা সরে ড্রেনের ভেতর পড়ে শনিবার মাদ্রাসার এক ছাত্রী মারা গেছে। তার নাম সুমিয়া আক্তার (১৪)। সে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চরদুখিয়া গ্রামের কুয়েত প্রবাসী আবুল হোসেনের মেয়ে এবং গাজীপুরের মহানগরের গাজীপুরা এলাকার তা’মীরুল মিল্লাত মাদ্রাসার সপ্তম শ্রেণীর ছাত্রী।
জয়দেবপুর থানার এসআই জাকির হোসেন ও নিহতের প্রতিবেশী মামুন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের ভোগড়া পেয়ারা বাগান এলাকায় বাড়ি নির্মাণ করে আবুল হোসেনের পরিবার বাস করে। কুয়েত প্রবাসী আবুল হোসেন গত বুধবার বাংলাদেশে আসেন। শনিবার সকালে আবুল হোসেনের মেয়ে সুমিয়া আক্তার পরীক্ষা দিতে বাড়ি থেকে মাদ্রাসায় যাচ্ছিল। পথে ভোগড়া বাইপাস মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে একটি ড্রেনের মুখে থাকা ঢাকনার (স্লাব) উপর দাঁড়িয়ে সে গাড়ির জন্য অপেক্ষা করছিল। এর পাশে ড্রেনের ঢাকনা ছিল না। এ সময় ঢাকাগামী বলাকা সার্ভিসের যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ড্রেনের মুখ থেকে ঢাকনাটি সরে যায়। এতে সুমিয়া ওই ড্রেনের ভেতর পড়ে যায় এবং পানির ¯্রােতে মহাসড়কের নীচ দিয়ে প্রায় একশ ফুট দূরে গিয়ে আটকে যায়। পরে পুলিশ ও এলাকাবাসী তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সুমিয়াকে মৃত ঘোষণা করেন। তিন বোনের মধ্যে সুমিয়া সবার বড় ছিল।
হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয়ভূষণ দাস বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।