বলিউড তারকা ঐশ্বরিয়ার বাবা কৃষ্ণরাজ রায়কে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি এ অভিনেত্রীর বাবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর টাইমস অব ইন্ডিয়ার। খবরে বলা হয়, সম্প্রতি হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। শ্বশুরের অসুস্থতায় স্বাভাবিকভাবেই কঠিন সময় পার করছেন অভিষেক বচ্চন। তিনি সার্বক্ষণিকই ঐশ্বরিয়ার পাশে থাকার চেষ্টা করছেন। টাইমস অব ইন্ডিয়া বলছে, স্বামীকে নিয়ে মাঝে মধ্যেই হাসপাতালে বাবাকে দেখতে আসছেন ঐশ্বরিয়া। শুক্রবার রাতেও তাদেরকে হাসপাতালে দেখা গেছে। হাসপাতালে ঐশ্বরিয়ার অসুস্থ বাবাকে দেখতে গেছেন তার শ্বশুর বলিউড তারকা আমিতাভ বচ্চনও। উল্লেখ্য, শারীরিক অসুস্থতা নিয়ে চলতি বছরের জানুয়ারিতে একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন কৃষ্ণরাজ রায়। এরপর থেকেই তার অবস্থার অবনতি হতে থাকে।
Check Also
‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’
টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …