ধর্ষণ মামলায় জামিনে বের হয়ে ফের ধর্ষণ

ক্রাইমবার্তা রিপোট:একটি ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৪ সাল থেকে জেলে ছিলেন। যৌননিগ্রহ, ধর্ষণ, ডাকাতির মতো মোট ১৬টি মামলা ঝুলছে এখনও ঝুলছে তার মাথার ওপর।

  sibram_41731_1489150340
এনিয়েই সদ্য জামিনে জেল থেকে বের হয়েছিলেন শিবরাম রেড্ডি। কিন্তু ছাড়া পেয়েই আবারো একাধিক মহিলাকে ধর্ষণ করেছেন তিনি। খবর আনন্দবাজার’র।

আটক করতে গেলে তিন পুলিশ সদস্যকে আহত করে এখন পালিয়ে বেড়াচ্ছেন শিবরাম।

অন্ধ্রপ্রদেশের চিত্তোর এলাকার আদি বাসিন্দা হলেও গত ১৫ বছর ধরে ব্যাঙ্গালোরেই থাকতেন শিবরাম। কন্নড়, তেলুগু, হিন্দি, ইংরাজি চারটি ভাষায় অনর্গল কথা বলে যেতে পারেন তিনি।

পুলিশ জানায়, মঙ্গলবার ব্যাঙ্গালোরের হল থানা এলাকায় মহিলাদের একটি হোস্টেলে হানা দেয় শিবরাম। ওই সময় হোস্টেলের ঘরে একা ছিলেন ওই মহিলা।

তিনি পুলিশের কাছে অভিযোগ করেন, তাকে ছুরি দেখিয়ে প্রথমে ঘর লুঠপাট করেন এক ব্যক্তি। তারপর তাকে ধর্ষণ করে।

পুলিশ আরও জানায়, ওই ঘটনার তিন দিন পরে একই অভিযোগ জানান ওই থানা এলাকার আরেক মহিলা। তিনিও হোস্টেলে একাই থাকতেন।

পুলিশ অফিসার হেমন্ত নিম্বালকর জানান, ওই দুজন মহিলা একই লোকের কথা বলেছেন। ছবি দেখানোর পর দুই মহিলাই শিবরামকে সনাক্ত করেছেন।

গত মঙ্গলবার মারাঠাহালি রোড এলাকায় পুলিশ শিবরামকে গ্রেফতার করতে গেলে পুলিশের সঙ্গে কিছুক্ষণ খণ্ডযুদ্ধ হয় শিবরামের। ছুরির আঘাতে আহত হন তিন পুলিশ সদস্য।

এসময় পায়ে গুরুতর চোট লাগে শিবরামেরও। ওই অবস্থাতেই পালিয়ে যান শিবরাম। তাকে এখনও আটক করতে পারেনি পুলিশ।

Check Also

সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত

মামুন হোসেন নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা বিনেরপোতা সড়ক দুর্ঘটনায় ১ ভ্যান চালক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।