ক্রাইমবার্তা ডেস্ক রিপোর্ট: ঘূর্ণিঝড়ে ‘এনওয়া’র আঘাতে আফ্রিকা মহাদেশের দ্বীপ রাষ্ট্র মাদাগাস্কারে ৩৮ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়াও আরো ১৫৮ জন আহত এবং ৫৩ হাজার মানুষ গৃহহীন হয়েছে বলেও জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর। -খবর দ্য হিন্দু’র।
প্রাথমিকভাবে দেয়া তথ্যে জানানো হয়, ঘূর্ণিঝড়ে ১০ জনের মৃত্যু এবং ১০ হাজার মানুষ ঘর হারিয়েছে। কিন্তু পরবর্তীতে জানানো হয়, শুধুমাত্র দেশটির রাজধানীতেই এই ঘূর্ণিঝড়ের আঘাতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে ৩২ হাজার মানুষ।
ঘূর্ণিঝড়টি বর্তমানে গতি হারিয়ে মাদাগাস্কার থেকে ৪০০ কিলোমিটার দূরে চলে গেছে। কিন্তু যাওয়ার আগে বড় ধরণের ক্ষতি করে গেছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের। ২০১২ সালে ঘূর্ণিঝড় ‘ইরিনা’ ও ‘গিভেন্না’র কারণে দেশটিতে ১০০ জনের বেশি প্রাণ হারিয়েছিল।
Check Also
ঢাকা প্রসঙ্গে বদলাতে পারে ভারতের পররাষ্ট্রনীতি
পাঁচ দশকের বিরতির পর গত মাসে বাংলাদেশের বন্দর নগরী চট্টগ্রামে একটি পাকিস্তানি পণ্যবাহী জাহাজ ডক …