১২৫ কোটিতে বিক্রি হল শাহরুখ-আনুশকার ‘দ্য রিং

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক:‘নয় বছর পর আবারও জুটি হয়ে কাজ করছেন বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী আনুশকা শর্মা। ‘দ্য রিং’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও আনুশকাকে।

এই সিনেমার পরিচালক ইমতিয়াজ আলী। আর ইমতিয়াজ আলীর নতুন ছবি মানেই তাতে কিছু না কিছু নতুন চমক। যে দিন থেকে ময়দানে নেমেছে ইমতিয়াজ আলির পরবর্তী ছবি, সে দিন থেকেই খবরের শিরোনামে ‘দ্য রিং’।

এ বার সেই ছবির বিতরণ সত্ত্ব বিক্রি হল ১২৫ কোটি টাকায়।

আনন্দবাজারের খবরে বলা হয়, এনএইচ স্টুডিওজের নরেন্দ্র হীরাওয়াত ১২৫ কোটি টাকায় কিনেছেন ‘দ্য রিং’ ছবির বিতরণ সত্ত্ব।

আগামী ১১ আগস্ট মুক্তি পাবে ‘দ্য রিং’। এদে সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রীতম।

শাহরুখ-আনুশকা ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন ইভলিন শর্মা, সায়নী গুপ্ত, চন্দন রায় সন্যাল।

বুদাপেস্ট, আমস্টারডাম ও প্রাগের বিভিন্ন লোকেশনে এই ছবির শুটিং চলছে।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।