টাঙ্গাইলে কৃষকহত্যায় ১৫ জনের যাবজ্জীবন

ক্রাইমবার্তা রিপোট:এগারো বছর আগে এক কৃষককে হত্যার মামলায় ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে টাঙ্গাইলে একটি আদালত। একইসঙ্গে প্রত্যেককে ১০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রবিবার (১২ মার্চ) দুপুরে টাঙ্গাইল স্পেশাল কোর্টের বিচারক ওয়াহেদুজ্জামান এ রায় ঘোষণা করেন।টাঙ্গাইলে কৃষকহত্যায় ১৫ জনের যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্তরা হলো- ইলিয়াস মিয়া, শাহবাজ খান, বাবুল, দুলাল মিয়া, ইননস মিয়া, বিষু মিয়া, আশরাফ আলী, ফেরদৌস, পারভেজ, লিটন, শাহদত, আনোয়ার, মতি মিয়া, দেলোয়ার ও মুনছুর আলী।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলায় অপর ৫ আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালে ৫ মে মির্জাপুর উপজেলার হিলোরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দণ্ডিত আসামিরা সঙ্গবদ্ধ হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে তোফাজ্জল হোসেন (৩৫) নামের এক কৃষককে হত্যা করে। পরে নিহতের ভাই গোলাম কিবরিয়া বাদি হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মুলতান উদ্দিন।

Check Also

খুলনায় থানা বিএনপির সভাপতির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ আদালতে

কেসিসির ১৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।