তুরস্কের প্রধারমন্ত্রী বিনালি ইলদিরিম ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে কঠিন প্রতিশোধমূলক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। শনিবার হল্যান্ডের একটি বিমানবন্দরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর বিমানকে নামতে অনুমতি না দেয়ার পর ইলদিরিম এ ঘোষণা দেন।
তুর্কি প্রধানমন্ত্রী বলেন, “এই পরিস্থিতির জবাবে আমাদের পক্ষ থেকে কঠিনতম প্রতিবাদ জানাব এবং হল্যাণ্ড সরকারকে এ বার্তা পৌঁছে দেয়া হয়েছে যে, আংকারা কঠোর জবাব দেবে। আমরা এই অগ্রহণযোগ্য আচরণের জবাব দেব।”
শনিবার হল্যান্ড সরকার শুধু পররাষ্ট্রমন্ত্রী চাভুসওগ্লুকেই সে দেশে তুর্কি নাগরিকদের সমাবেশে যোগ দিতে বাধা দেয়নি বরং তুর্কি মহিলাবিষয়ক মন্ত্রী ফাতেমা বেতুল সাইয়ান কাইয়াকেও সমাবেশে যোগ দিতে দেয়া হয়নি। তিনি হল্যান্ডে অবস্থান করছিলেন; কিন্তু সমাবেশে যেতে বাধা দেয় ডাচ পুলিশ এবং পরে তাকে জার্মানিতে বহিষ্কার করা হয়।
সূত্র : ওয়েবসাইট