ক্রাইমবার্তা রিপোট:‘বিএনপি ভারতকে মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল’ এ কথার প্রমাণ দিতে না পারলে প্রধানমন্ত্রীকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনিতেই কথা প্রিয় মানুষ যখন কথা বলেন মাঝে মধ্যে হিসাব নিকাশ থাকে না। তিনি বলেন, ‘বিএনপি ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিলেন।’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্য প্রমান করতে না পারলে জাতির কাছে মিথ্যার দায়ে ক্ষমা চাওয়া উচিত।
আজ রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইসলামিক পার্টি ঢাকা মহানগর আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবি মূর্তি অপসারণের দাবিতে এবং গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করা হয়। সংগঠনের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন লেবার পার্টির চেয়ারম্যান ডা: মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, আগামী নির্বাচন গ্রহণযোগ্য হতে হবে। শেখ হাসিনার অধীনে নির্বাচন সুষ্ঠ হবে পাগলও তা বিশ্বাস করে না। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনকালীন পার্লামেন্ট ভেঙ্গে দিতে হবে।
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে গ্রিক দেবির মূর্তি অপসারণ প্রসঙ্গে তিনি বলেন, এতদিন সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রায়োজন পড়ে নাই এখন কি কারণে করা হয়েছে জানিনা। মানুষের মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে বিষয়টি ভেবে দেখার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
সরকারের পায়ের নিচের মাটি নরম হয়ে গেছে ইতিমধ্যে তারা পার্শবর্তী দেশের কাছে দেশকে বিক্রি করে দিয়েছে। এই অবৈধ সরকারকে পরাজিত করতে শুধু ২০ দল নয় সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
Check Also
ভোমরা বন্দরে চার মাসে ৪০০ কোটি টাকা আয়
দক্ষিণবঙ্গ সাতক্ষীরার আধুনিক নিরাপদ ও পরিবেশ বান্ধব বাণিজ্যিককেন্দ্র ভোমরা স্থল বন্দর। আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য …