ভক্ত অসুস্থতায় কনসার্ট থামিয়ে দিলেন এডেল

ক্রাইমবার্তা বিনোদন ডেস্ক: কনসার্টে একজন ভক্ত হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। ভক্তের অসুস্থতার কারণে অস্ট্রেলিয়ায় চলমান কনসার্ট থামিয়ে দিলেন বিখ্যাত ব্রিটিশ সঙ্গীত শিল্পী এডেল।871396-1107061562
অস্ট্রেলিয়ার সিডনির কনসার্টে যখন এডেল গান গাচ্ছিলেন তখন কনসার্টে উপস্থিত ৪৭ বছর বয়সী তার এক নারী ভক্ত হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
২৮ বছর বয়সী শিল্পী এডেল সঙ্গে সঙ্গে তার কনসার্ট থামিয়ে দেন। তিনি তখন ‘ রোলিং ইন দ্য ডিপ’ গানটি পরিবেশন করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন।
তিনি মাইকে স্ট্রেচার ও মেডিকেল টিমকে দ্রুত আসতে বলেন। এডেলের কনসার্টে উপস্থিত তার একজন ভক্ত মেগ রায়লান্স মেইল অনলাইনে জানান, এডেল সবার সামনে কনসার্ট থামিয়ে দেয়ায় দুঃখ প্রকাশ করেন।
তিনি আরো জানান তার ভক্তের এমন অবস্থা দেখে তিনি সকলের সামনে কেঁদে দেন। এরপর এএনজে স্টেডিয়ামে এডেল তার কনসার্টে উপস্থিত ৯৫ হাজার ভক্তদের কাছে কনসার্ট থামানোর জন্য ক্ষমা প্রার্থনা করেন। আরব নিউজ,

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।