স্পোর্টস ডেস্ক : সাকিব আল হাসানকে পেছনে ফেলে টেস্টে সেরা অলরাউন্ডারের জায়গা পুনরুদ্ধার করেছেন ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। গত ৮ মার্চ অশ্বিনকে পেছনে ফেলে টেস্টে সেরা অলরাউন্ডার হন সাকিব আল হাসান। তবে, গল টেস্টে ভালো পারফরম্যান্স করতে না পারায় আবার দ্বিতীয় অবস্থানে নেমে গেছেন সাকিব।
এখন সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৪০৩। আর বরীচন্দ্রন অশ্বিনের রেটিং পয়েন্ট ৪৩৪। তৃতীয় অবস্থানে আছেন আরেক ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৩৬০। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩৩২ রেটিং পয়েন্ট নিয়ে আছেন চতুর্থ অবস্থানে। ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম অবস্থানে আছেন ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস।
গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সাকিব আল হাসান ব্যাট হাতে ৩১ রান করেন ও বল হাতে তিনটি উইকেট নেন।
আইসিসি খেলোয়াড় র্যাঙ্কিংয়ে টেস্টে অলরাউন্ডারদের তালিকায় সাকিব আল হাসান দ্বিতীয় অবস্থানে থাকলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় তিনি সেরা অবস্থানে রয়েছেন। -ক্রিকইনফো
Check Also
সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট।
স্টাফ রিপোটার: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উপলক্ষে সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে …