ক্রাইমবার্তা রিপোট:সুন্দরবনে জলদস্যু জিয়া বাহিনীর প্রধান জিয়া ও তাঁর সেকেন্ড ইন কমান্ডসহ চারজনকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সাতক্ষীরা রেঞ্জের কাঠেশ্বর খাল এলাকা থেকে গতকাল রোববার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি বিদেশি বন্দুক, দুটি পাইপগান ও ১৯টি গুলি জব্দ করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন বাহিনীপ্রধান জিয়াউর রহমান জিয়া, সেকেন্ড ইন কমান্ড মিন্টু গাজী, মাসুম বিল্লাহ ও ইউনুস ওরফে পচা।
চারজনের বিরুদ্ধেই সুন্দরবনে ডাকাতি, ছিনতাই ও জেলেদের জিম্মি করে চাঁদা আদায়ের অনেক অভিযোগ রয়েছে বলে জানান র্যাবের অধিনায়ক।