হিলারি শিবিরের সঙ্গেও বৈঠক করেছেন রুশ কূটনীতিক: ক্রেমলিন

ক্রাইমবার্তা ডেস্ক রিপোর্ট: ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে রাশিয়ার প্রত্যক্ষ হস্তক্ষেপ ছিল এমনটাই অভিযোগ ডেমোক্রেট নেতাদের। রাশিয়া এই অভিযোগ বরাবরই প্রত্যাখানও করে আসছে। হিলারির রাশিয়া বিরোধী বক্তব্য আর ট্রাম্পের পুতিন প্রীতি এই সংশয়কে আরো ঘনীভূত করেছে।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার ভূমিকা নিয়ে এবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ।clintonhillary_072816gn_lead
যুক্তরাষ্ট্রের পেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান শিবিরের মতো ডেমোক্রেট শিবিরের লোকদের সঙ্গেও রাশিয়ার রাষ্ট্রদূত বৈঠক করেছিলেন বলে দাবি করেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ। সিএনএনের ‘জিপিএস’ অনুষ্ঠানে তিনি মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়টি অস্বীকার করেন।
সিএনএনে প্রচারিত ‘জিপিএস’ অনুষ্ঠানের সঞ্চালক ফারিদ জাকারিয়াকে পেসকোভ বলেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বি-পাক্ষিক সম্পর্কের প্রয়োজনে উভয় শিবিরের সঙ্গেই বৈঠক করা রুশ রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের দায়িত্বের মধ্যে পড়ে। যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে ওই সব বৈঠক করা হয়নি বলে তিনি জানান।
এ সময় পেসকোভ আরো বলেন, আপনি লক্ষ্য করলে দেখবেন নির্বাচনী কাজে অনেক রাজনীতিক বিশেষজ্ঞ আছেন যারা হিলারির সঙ্গে কাজ করেছেন তাদের অনেকের সঙ্গেও তখন বৈঠক করেছেন রুশ প্রতিনিধি।
পেসকোভ বলেন, সেগুলো নির্বাচন প্রসঙ্গে নয়, নির্বাচন পদ্ধতি নিয়ে নয়। তিনি আরো বলেন, আপনি লক্ষ্য করলে দেখবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ওই সময় কখনো ট্রাম্পের প্রতি তাঁর সমর্থন দেখাননি। পুতিন বলতেন আমরা যুক্তরাষ্ট্রের মানুষের পছন্দকে সম্মান করব।
ফরিদ জাকারিয়াকে পেসকোভ এটাও বলেন, প্রার্থী হিসেবে কার প্রতি পুতিনের সমর্থন ছিল এমন প্রশ্নের জবাবে আমি অবশ্যই বলব ট্রাম্প। কারণ ক্রেমলিনের নেতারা মনে করেন হিলারি রাশিয়া বিরোধী।
তিনি অভিযোগের সুরে বলেন, হিলারি ক্লিনটন সবসময়ই রাশিয়া বিরোধী মনোভাব দেখিয়েছেন। তিনি বিভিন্ন সময় বলেছেন রাশিয়া বিশ্বের সবচেয়ে ক্ষতিকর দেশ। যুক্তরাষ্ট্রের প্রধান শত্রু। অন্যদিকে ট্রাম্প সবসময়ই বলেছেন অনেক ক্ষেত্রে মতপার্থক্য থাকা সত্বেও আলাপ আলোচনার মাধ্যমে রাশিয়ার সঙ্গে বোঝাপড়া সম্ভব। দ্য হিল

Check Also

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া চিঠি গ্রহণ করেছে দিল্লি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার দেওয়া কূটনৈতিক পত্র গ্রহণ করেছে দিল্লি। এ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।