আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা বেআইনি- সাতক্ষীরায় আটক জেএমবি সদস্য মুন্না, নাসির উদ্দিনের দায়ের করা মামলা শুনানিতে হাইর্কোট

ক্রাইমবার্তা রিপোট: ঢাকা: বিনা বিচারে আটক আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করার ঘটনায় পুলিশের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) তৌহিদুল ইসলামকে সতর্ক করে দিয়েছেন আদালত। এ সংক্রান্ত এক মামলার শুনানি শেষে আজ সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।1

একই সঙ্গে কোনো মামলার আসামিকে ডান্ডাবেড়ি পরিয়ে আনা হবে না মর্মে আদালতকে নিশ্চিত করেছেন পুলিশের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন) তৌহিদুল ইসলাম। এ ছাড়া ডান্ডাবেড়ি পরানোর ঘটনায় আদালতের কাছে নিঃর্শত ক্ষমা চান ডিআইজি প্রিজন।

এর আগে গত ৯ মার্চ ডিআইজি (প্রিজন) দেশের বাইরে থাকায় তাঁর পক্ষে আদালতে ব্যাখ্যা দেন ঢাকার জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির। তিনি ব্যাখ্যায় বলেছিলেন, ‘চার আসামির সবাই জেএমবির সদস্য ছিল। নিরাপত্তার স্বার্থে তাদের ডান্ডাবেড়ি পরানো হয়েছিল।’

গত ৭ ফেব্রুয়ারি বিনা বিচারে কারাগারে থাকা ১০ আসামির জামিন প্রশ্নে রুল জারি করেন হাইকোর্ট। ২৩ ফেব্রুয়ারি ১০ আসামিকে পূর্বনির্দেশনা অনুযায়ী আদালতে হাজির করা হয়। এর মধ্যে হাবিবুর রহমান ওরফে ইসমাইল, মনিরুজ্জামান ওরফে মুন্না, নাসির উদ্দিন ও গিয়াস উদ্দিনকে ডান্ডাবেড়ি পরিয়ে আনা হয়। এই চারজনকে ডান্ডাবেড়ি পরিয়ে হাজির করার ঘটনায় ডিআইজিকে (প্রিজন) ৯ মার্চ উপস্থিত হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

এর পর থেকে সারা দেশে আর কাউকে ডান্ডাবেড়ি পরিয়ে আদালতে হাজির করা যাবে না বলে আশামি পক্ষের আইনজীবি জানান।

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।