৬ বছর পর মুক্তি পাচ্ছেন হোসনি মোবারক

ক্রাইমবার্তা ডেস্ক রিপোর্ট:: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক দীর্ঘ ৬ বছর কারাভোগের পর মুক্তি পেতে যাচ্ছেন। সোমবার তাঁর আইনজীবী ফরিদ আল দ্বীন ৮৮ বছর বয়সী মোবারকের মুক্তির খবরটি জানান। বর্তমানে মোবারক রাজধানী কায়রোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।871901-178137818
প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি গণবিক্ষোভের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন। ২০১১ সালে তার বিরুদ্ধে করা বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে আদালত তাকে সাজা দেয়। ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় ৮৫০ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে গত ২ মার্চ মোবারককে বেকসুর খালাস দেয় মিসরের আপিল আদালত।
ওই সময় ১৮ দিনব্যাপী চলা গণবিক্ষোভে তার নির্দেশে প্রায় ৮৫০ জন লোক হত্যা করে পুলিশ। নির্বিচারে হত্যার অভিযোগে আদালত মোবারককে মৃত্যুদণ্ড দেয়। ২০১২ সালে কায়রোর নিম্ন আদালত তাকে এই মামলাতেই যাবজ্জীবন সাজা দিয়েছিল।
১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এক জিহাদির গুলিতে নিহত হওয়ার পর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হোসনি মোবারক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করে।
মোবারকের আইনজীবী দ্বীন বলেন, কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মোবারকের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেবেন। এরপরই তিনি ছাড়া পাবেন। কিন্তুু বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ তাকে এখনই মুক্তি দেবে না। সামরিক হাসপাতালে তার চিকিৎসা চলছে। সুস্থ হলেই তিনি ঘরে ফিরবেন। আরব নিউজ,

Check Also

আশাশুনিতে টঙ্গী ইজতেমায় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।ঢাকার টঙ্গীত ইজতেমা-মাঠে নিরীহ মুসল্লিদের উপর উগ্রবাদী সন্ত্রাসী সাদ পন্থীদের বর্বরোচিত হামলা ও পরিকল্পিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।