১২৫ কোটি রুপিতে বিক্রি হলো শাহরুখের ‘দ্য রিং’

নয় বছর পর আবারও জুটি হয়ে কাজ করছেন বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী আনুশকা শর্মা। তারা ইমতিয়াজ আলির আসন্ন ছবিতে অভিনয় করেছেন। ইমতিয়াজ আলির নতুন ছবি মানে তাতে কিছু না কিছু নতুন চমক তো আছেই। ‘দ্য রিং’ ছবিতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ ও আনুশকাকে। এর মধ্যে ছবিটির স্বত্ব চড়া দামে বিক্রি হলো।image-69276-1489427741

সূত্রের খবর, বলিউডের এনএইচ স্টুডিওজ-এর নরেন্দ্র হীরাওয়াত ১২৫ কোটি টাকায় কিনেছেন এই ছবির বিতরণ সত্ত্ব। ছবিটির নাম প্রাথমিকভাবে ‘দ্য রিং’ রাখা হলেও এটি এখনও চূড়ান্ত করা হয়নি।

এ প্রসঙ্গে নরেন্দ্র হিরাওয়াত বলেন, ‘শাহরুখ আনুশকার নতুন এ ছবির প্রচার স্বত্ব আমরা কিনে নিয়েছি। সারা ভারত জুড়ে এটি প্রচারের একমাত্র অধিকার আমাদের হাতেই থাকবে।’

আধুনিক সময়ের প্রেমের গল্প নিয়ে এ ছবির কাহিনী। আগামী ১১ আগস্ট মুক্তি পাবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘দ্য রিং’। সঙ্গীত পরিচালনার দায়িত্বে থাকছেন প্রীতম।

শাহরুখ-আনুস্কা ছাড়াও ইভলিন শর্মা, সায়নী গুপ্ত, চন্দন রায় সন্যাল থাকবেন ছবির অন্যান্য চরিত্রে। বুদাপেস্ট, আমস্টারডাম ও প্রাগের দুর্দান্ত লোকেশনে এই মুহূর্তে চলছে ছবির শুটিং।

Check Also

‘পাকিস্তান দলে প্রত্যেক ক্রিকেটারই অধিনায়ক’

টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচ পণ্ড হয়, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।