ক্রাইমবার্তা রিপোট:ফিরোজ জোয়ার্দ্দাার,স্টাফ রিপোর্টার, সাতক্ষীরার কলারোয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়েছে। বুধবার সকালে গার্লস পাইলট হাইস্কুল চত্বরে দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগী প্রতিষ্ঠান সততা সংঘ’র শপথনামা পাঠ করান প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। তরুণ প্রজন্মের মাঝে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণ সচেতনতা গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করার উদ্দেশ্যে সততা সংঘ কার্যক্রম পরিচালনা করে থাকে বলে জানা যায়। ‘সততাই সবচেয়ে ভালো নীতি’ এই বাক্য নিয়ে শুরু করা শপথ যখন তরুণ শিক্ষার্থীরা পাঠ করছিলো তখন রোদেলা সকালের আলোর দীপ্তি যেন সত্য প্রতিষ্ঠায় তাদের প্রত্যয়ী করে তুলছিলো। তাদের মুখাবয়বে যেন রশ্মি ছাড়াচ্ছিলো সুন্দর আগামীর আলোক বর্তিকার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শপথপূর্ব সংক্ষিপ্ত আলোচনা পর্বে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন গার্লস পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি কাজী শামসুর রহমান ও লতিফা আখতার, সদস্য জাহিদুর রহমান খান চৌধুরী, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, উৎপল কুমার সাহা, সহকারী অধ্যাপক এএইচএম কামরুজ্জামান পলাশ প্রমুখ। আজ বৃহস্পতিবার সকাল ৯ টায় কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি অনরূপ কর্মসূচির আয়োজন করছে বলে জানা গেছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …