ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:কলম্বোর পি সারা ওভালে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ দল। শততম টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম। শততম টেস্টে জাতীয় দলকে নেতৃত্ব দেয়াটা গৌরবই বটে মুশির কাছে। মুশফিকের আগে এই অর্জনের মালিক হয়েছেন টেস্ট খেলুড়ে অন্য নয়টি দেশ। নয়টি দেশের নয়জন অধিনায়কের পাশে এবার নিজের নাম বসালেন মুশফিক।
ইংল্যান্ডের হয়ে শততম টেস্টে নেতৃত্ব দেয়ার গৌরব অর্জন করেছিলেন আর্চি ম্যাকলারেন। তিনি ছিলেন বিশ্বের প্রথম অধিনায়ক যিনি শততম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯০৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের শততম টেস্টে অধিনায়কত্ব করেছিলেন ম্যাকলারেন। ওই ম্যাচে ১২৬ রানে হেরেছিলো ইংলিশরা।
এরপর বিশ্বের দ্বিতীয় অধিনায়ক হিসেবে দেশকে শততম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সিড গ্রিগরি। ১৯১২ সালে ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার শততম ম্যাচের অধিনায়ক ছিলেন গ্রিগরি।ওই ম্যাচটি অসিরা জিতেছিলো ইনিংস ও ৮৮ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে শততম টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন ডাডলি নার্স। ১৯৫০ সালে পোর্ট এলিজাবেথে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শততম টেস্ট খেলতে নামে প্রোটিয়ারা। ওই ম্যাচটি ইনিংস ২৫৯ রানে হারে দক্ষিণ আফ্রিকা।
ওয়েস্ট ইন্ডিজের শততম টেস্টে অধিনায়ক ছিলেন স্যার গ্যারি সোবার্স। ১৯৬৫ সালে জ্যামাইকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের শততম টেস্টে ১৭৯ রানে জয় পায় ক্যারিবীয়রা।
বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে দেশকে শততম টেস্টে দলকে নেতৃত্ব দিয়েছেন ভারতের মনুসর আলী খান পতৌদি। ১৯৬৭ সালে বার্মিংহামে ইংল্যান্ডের বিপক্ষে সেই স্মরণীয় টেস্টে ১৩২ রানে হারে ভারত।
নিউজিল্যান্ডের হয়ে শততম টেস্টে অধিনায়কত্ব করেন বেভান কংডন। ১৯৭২ সালে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিউইদের শততম টেস্টের অধিনায়ক ছিলেন কংডন। ম্যাচটি ড্র হয়েছিলো।
১৯৭৯ সালে পাকিস্তানের শততম টেস্টে অধিনায়ক ছিলেন মুশতাক মোহাম্মদ। মেলবোর্নের ওই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ রানে জয় পায় পাকিস্তান।
শ্রীলঙ্কা নিজেদের শততম টেস্ট খেলে ২০০০ সালে। ওই ম্যাচে লঙ্কানদের অধিনায়ক ছিলেন সনাথ জয়সুরিয়া। পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ৫ উইকেটে হেরেছিলো শ্রীলঙ্কা।
বিশ্বের সর্বশেষ অধিনায়ক হিসেবে দেশকে শততম টেস্টে নেতৃত্ব দেয়া দলনেতা এতোদিন ছিলেন জিম্বাবুয়ের গ্রায়েম ক্রেমার। এবার তাকে সরিয়ে দেশকে শততম টেস্টে নেতৃত্ব দেয়া অধিনায়ক হলেন মুশফিক। ২০১৬ সালের অক্টোবরে হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে শততম টেস্ট খেলে জিম্বাবুয়ে। ম্যাচটি ২২৫ রানে হারলেও, শততম ম্যাচের অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করেছিলেন ক্রেমার।