ক্রাইমবার্তা রিপোট:বগুড়ার শাজাহানপুরে নিখোঁজ সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে (১৩) পুলিশ বুধবার বিকালে রংপুরের কাউনিয়া স্টেশন থেকে উদ্ধার করেছে।
এ সময় তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অপরাধে গৃহশিক্ষক জাহাঙ্গীর আলমকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্কুল যাওয়ার পথে ওই ছাত্রী নিখোঁজ হয়।
জানা গেছে, বগুড়া পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র জাহাঙ্গীর আলম কুড়িগ্রামের ফুলবাড়ি এলাকার ইউনুস আলীর ছেলে। তিনি মাঝিড়া বি-ব্লক এলাকায় বাসাভাড়া নিয়ে বসবাস করে আসছেন।
পাশাপাশি নয়মাইল এলাকার এক কাপড় ব্যবসায়ীর মেয়েকে বাড়ি গিয়ে পড়াতেন। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই ছাত্রী পল্লী উন্নয়ন একাডেমি স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি।
তার বাবা মঙ্গলবার রাত ১২টার দিকে শাজাহানপুর থানায় জিডি করেন।
শাহাজানপুর থানার এসআই ফজলুল হক জানান, জিডির সূত্র ধরে বুধবার সকালে জাহাঙ্গীরের পরিচিত তিনজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তারা ছাত্রী ও শিক্ষকের অবস্থান সম্পর্কে নিশ্চিত করেন।
বিকাল ৩টার দিকে রংপুরের কাউনিয়া স্টেশন থেকে ওই ছাত্রীকে উদ্ধার ও তাকে ফুসলিয়ে যাওয়ায় গৃহশিক্ষক জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। এ সময় তারা ট্রেনে কুড়িগ্রামের দিকে যাচ্ছিল।
তাদের আনতে এক পুলিশ কর্মকর্তা কাউনিয়া গেছেন। স্কুলছাত্রীর পরিবার জানিয়েছে, মেয়ে বাড়ি আসলে তারপর তারা মামলার ব্যপারে সিদ্ধান্ত নেয়া হবে।