ক্রাইমবার্তা স্পোর্টস ডেস্ক:শেষ বিকেলে অন্ধকার ছবিই উপহার দিল বাংলাদেশ। ৫ উইকেট হারিয় শততম টেস্টে কোণঠাসা বাংলাদেশ। নাইটওয়াচম্যানে কাজ না হওয়ায় সাকিব আল হাসান নিজেই নেমেছিলেন। কিন্তু তাতেও কাজ হয়নি। হাফসেঞ্চুরির দ্বারপ্রান্তে থেকে বিদায় নিয়েছেন সাব্বির রহমান। বাংলাদেশের স্কোর এখন ৫ উইকেটে ২১৪ রান। সাকিব আল হাসান ১৮ এবং মুশফিকুর রহিম ২ রান নিয়ে ক্রিজে আছেন।
শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ পিছিয়ে আছে ১২৪ রানে।
প্রথমে বিদায় নেন তামিম ইকবাল ৪৯ রান করে। তারপর সৌম্য। তিনি অবশ্য হাফসেঞ্চরির করতে পেরেছিলেন। তিনি করেছিলেন ৬১ রান। এরপর বিদায় নেন ইমরুল কায়েস। ভুল অসতর্ক হওয়ার খেসারত দিতে হয়েছে তাকে। তিনি করেছিলেন ৩৪ রান। মনে হচ্ছিল, তিনি আর সাব্বির রহমান দিনটি পার করে দিতে পারবেন। কিন্তু পারেননি। এরপর নাইট ওয়াচম্যান হিসেবে নামা তাইজুলও লেগবিফোরের শিকার হন। তিনি প্রথম বলেই বিদায় নেন, ০ রানে। সাব্বির বিদায় নিয়েছেন ৪২ রান করে।
এর আগে ৩৩৮ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।