ক্রাইমবার্তা রিপোট: ১৬ মার্চ ২০১৭,বৃহস্পতিবার,রাজধানীতে রাস্তায় প্রকাশ্যে নারী ব্যাংককর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজের কাছে এ ঘটনা ঘটে। নিহত আরিফুল নেছা আরিফা (২৭) যমুনা ব্যাংকের পুরানা পল্টন শাখায় কর্মরত ছিলেন।
আরিফার সাবেক স্বামী রবিন এলোপাথাড়ি কুপিয়ে আরিফাকে হত্যা করেছে বলে নিহতের ভাই জানিয়েছেন। তিনি বলেন, এলোপাথাড়ি কোপে আহত আরিফা দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায়, তার ঘাড়ে, বুকে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত ছিল।
আরিফার ভাই বুলবুল জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ এলাকায় অফিসে যাওয়ার জন্য বের হওয়ার পর পরই তাকে কুপিয়ে পালিয়ে যায় রবিন।
তাদের দু’জনের গ্রামের বাড়িই জামালপুরে। চার বছর আগে আরিফা ও রবিন প্রেম বিয়ে করে। ছয় মাস আগে তাদের ছাড়াছাড়ি হয়।
দেড় বছর ধরে আরিফা যমুনা ব্যাংকে চাকরি করছে জানিয়ে বুলবুল বলেন, ছাড়াছাড়ির পর আরিফা আম্মাকে নিয়ে সেন্ট্রাল রোডে থাকত। ছাড়াছাড়ির কারণে ক্ষিপ্ত হয়ে রবিন এ ঘটনা ঘটিয়েছে বলেও তিনি অভিযোগ করেন।